আর কী বলব বলবার কথা শেষ হয়ে গেল
অস্তরাগের রং মেখে দিন, দিন চলে গেল,
পারাবারের মাঝি ঐ দূরে-দূরে
হাতছানি দিয়ে ডাকে, ডাকে আমারে।না না না বোলো না ওকথা বোলো না বোলো না
আমরা দু'জনা স্বর্গরচনা ধরণীতে,
করতে অঙ্গীকারবদ্ধ মুগ্ধ ললিত গীতে
ছন্দে সংগীতে ঝংকার তোলো ॥স্বপ্ন সাধনা কত কিনা ছিল
আজ দিবাশেষে ক্লান্তি যে নামে, রাত্রি নামল।
তবুও অন্ধকার জয় করে নিয়ে
স্বপ্নরাঙা দিন আনতে যে হবে
হোকনা শতেক যন্ত্রণা।
স্বার্থের সংঘাতে হোকনা বঞ্চনা
হার তো মানব না এই কথা বলো ॥তুমি আমি শুধু নইতো দু'জনা
কান পেতে শোনো, ক্রন্দন ধ্বনি বিশ্ব-বেদনার।
অনেক বন্ধনে বাধা পড়ে-পড়ে
আজ মনেতে হয় ব্যর্থ যে হল
যতেক মুক্তি সাধনা।
ব্যক্তির মুক্তিতে নেইতো সান্ত্বনা
হার তো মানব না এই কথা বলো ॥