আর কিছু নাই মনে
বিস্মরণে ক্ষণে ক্ষণে
সে আসে শুধু বেদনে ॥যদি কখনো কোনো এক
শব্দহীন নিঃঝুম দুপুরে
নীড়হারা পাখি ডেকে ডেকে
ফিরে যায় দূরে দূরে,
চেনা সুরে সুরে, সে আসে মোর শ্রবণে ॥যদি অকারণে কোনো
উদাস ক্ষণে দূরে থাকি চেয়ে
নদী পথ বেয়ে কোনো মাঝি
চলে যায় গান গেয়ে,
আঁখি ধারা হয়ে, সে নামে মোর নয়নে ॥