বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ১১৪

আর কিছু স্মরণ নেই
চলন তার ছন্দ বাঁকা
দুই চোখে অপলকে
দিগন্তে চেয়ে থাকা,
যত দূর চাহি
আর কিছু নাহি
শুধু শুনি ছম ছম ছম
আর দু'নয়ন তার শূন্যে আঁকা ॥

কত কিছুর পিছু পিছু
ঘুরেছি এই জীবনে
উঁচু নীচু ওঠা পড়া
খুঁজেছি তার কী মানে,
জীবন দোলায় দুলে দুলে
বুঝেছি শুধুই তার জন্যে থাকা ॥

চেনা শোনা যত জনা
অচেনা পথে প্রবাসে
যারে দেখি খুঁজে দেখি
আছে কি তার আভাষে,
সে মিলে মিশে আছে আমার
সুর ও কবিতায়---তার জন্যে লেখা ॥