আর কিছু না
অন্তরে শুধু এটুকু সান্ত্বনা,
যা কিছু দিয়েছি
নিয়েছি পেয়েছি তার শতগুণা,
অনুরাগে রাগে সোনালি হয়েছে
যা কিছু বঞ্চনা,
ধন্য হয়েছে জীবন সাধনা ॥দিকে দিগন্তরে
জনতারই ভীড়ে
যেন অনন্ত সাগরে সাগরে
মুকতা সন্ধানী দিবস যামিনী,
তবু দু'টি আঁখি
গেছে ডাকি ডাকি
সে সাগর মোহানায় ॥যে গান শোনাতে
এসেছিলেম সাথে
পথের প্রান্তে কি জানি কি হল
আর্তনাদ এসে
সুরে গেল মিশে,
যত গান গাহি
চাহি বা না চাহি
আঁখি ঝরে বেদনায় ॥