বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২১৫

আর কোনো কথা না প্রিয়ে
হার মেনে নিলাম,
হার মানা হার গলে তোমার
পরিয়ে তো দিলাম,
একটিবার হাসো না
ভালো ফের বাসো না ॥

বেনারসি শাড়ি,
(আর) চুড়ি বেলোয়ারি,
গয়নাগাটি সোনা খাঁটি
দিতে তোমায় নারি।
হায় কেরানির কত মরদানি
জানো যে তুমি ভালো জানি।
আমিও জানি
যদিও কেরানি
আমি “কে”? তুমি রানি,
(কিন্ত) ট্রামে বাসে ঝুলে
ঘরে ফিরে এলে
আমি রাজা নই কারো তো গোলাম ॥

স্বপ্ন কত ছিল
রঙিন ঝলোমলো,
ফানুস যেন রং বেরং এর
কোথায় উড়ে গেল?
এম. এ. পাশ ডিগ্রি
হয়ে গেল ডিক্রি !
সন্ধ্যে সকাল করেছি টিউশানি,
কত হয়রানি !
ও আমার রানি
সয়ে হলাম শেষে যে কেরানি।
তবু যত বঞ্ছনা
হল যে সোনা,
যেদিন আমি তোমায় বুকে পেলাম ॥