আর কত দিন পিঞ্জরে বসে পাখি
সইবি যন্ত্রণা?
(গেল) সাধের জনম, করলি শুধু বরণ
শুনে নানাজনার মন্ত্রণা (ভাইরে)
সইবি যন্ত্রণা ॥কত দিবানিশি গেল যে বৃথায়
শুধু বসে বসে স্বার্থের চিন্তায়,
(ওরে) যা কিছু আপন সবই বিসর্জন
ভুইল্যা যারে মন বঞ্চনা (ভাইরে)
সইবি যন্ত্রণা ॥যদি দু'দিনের খেলা জানিতাম
দু'নয়ন ভরে ধরে রাখিতাম,
(আমি) প্রেম সায়রে ডুইব্যা মরিতাম
সেই হইত মোর সান্ত্বনা (ভাইরে)
সইবি যন্ত্রণা ॥