বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৪৩

আর-না না এভাবে ভীরুর মতো
হার মানা না!
সংকোচে, সংশয়ে পড়ে থাকা আর-না
এবারে দ্বিধার বাধা ভাঙতে ভাঙতে হবে ॥

স্বার্থের চিন্তায় দিন গেল
জীবনের ধ্রুবতারা অস্ত গেল।
চারিদিকে শুধু মরু ধু-ধু ধু-ধু
সাথিহীন, রাতদিন শুধু বেদনা,
এবারে নতুন করে বাঁচতে বাঁচতে হবে ॥

যদি এই জীবনের বন্দরে
নানা দেশে তরী এসে নোঙর করে,
কত যে পতাকা নানা রঙে আঁকা
কত জন, কত মন মানবিকতার,
এবারে জগত্জনে জানতে জানতে হবে ॥