চলচ্চিত্রের গান
(আরে) টাক ডুম টাক ডুম টাক ডুম
লাচ দেখে যা !
লাগা বুম লাগ্ বুম লাগ্ বুম লাগ্ বুম
লাচ দেখে যা
ভালুকের লাচ দেখে যা
ঝুমুরের লাচ দেখে যা !(আরে) সাজো তো ঝুমুর দেখি লব বধূ সাজে
বানর বরের হাতটি ধরে, চলো দেখি লাজে।
(আরে) "গালে লাগ জা, গালে লাগ জা,” গলে লেগে জা ॥
ভালুকের লাচ...আমার ঝুমুর লাচে যখন হীরে মানিক ঝরে
[পরড়াসারের] ভিড় লেগে যায় "ডেট" লেবার তরে।
আগাম রেখে যা, আগাম রেখে যা, অ্যাডভান্স রেখে যা ॥
ভালুকের লাচ...(আরে) আমার ঝুমুর বলে “হাম কিসি সে কম নেহি"
কোথায় লাগে হেলেন কিংবা হেমা মালিনী !
(আরে) মজা চেখে যা, মজা চেখে যা, মজা চেখে যা ॥
ভালুকের লাচ...