বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৬২

আয় বৃষ্টি ঝেঁপে ধান দেব মেপে,
আয় রিমঝিম বরষার গগনে রে,
কাঠফাটা রোদের আগুনে---
আয় বৃষ্টি ঝেঁপে আয়রে ॥

হায় বিধি বড়োই দারুণ,
পোড়ামাটি কেঁদে মরে ফসল ফলেনা,
হায় বিধি বড়োই দারুণ,
ক্ষুধার আগুন জ্বলে আহার মেলেনা!
কী দেব তোমারে, নাই যে ধান খামারে
মোর কপালগুণে (রে)
কাঠফাটা রোদের আগুনে---
আয় বৃষ্টি ঝেঁপে আয়রে ॥

এই জীবন মাটির মতন,
ফুলে ফলে ভরিতে চায় সোনার কামনা,
এই জীবন মাটির মতন,
স্নেহ বিনা শুখায়ে যায় সাধের সাধনা।

আয়রে মেঘ মায়া দে, শ্যামল করিয়া দে
তোর মন্ত্রগুণে (রে),
কাঠফাটা রোদের আগুনে---
আয় বৃষ্টি ঝেঁপে আয়রে ॥