নবান্নের গানআয়রে হে পৌষালি বাতাসে
পাকা ধানের বাসে
ভেসে ভেসে আসে মাটি মায়ের ডাক রে।
আয়রে ছুটে ওরে আয়রে জুটে যতেক
মরদ জোয়ান রে।
মরদ জোয়ান যতেক কিষান
আয়রে কাটি ধান রে
আয়রে আয় কাটি ধান
জমিনের রাখি মান
হুঁশিয়ার হো কিষান
আয় আয়রে।কার চোখের জলে মাটি হল লোনা
কার রক্তের সারে ফসল হল বোনা
মরদ জোয়ান আয়রে কাটি ধান
যতেক কিষান কাস্তেটায় দিই শান
সোনা তুলি ঘরে
সবার গোলা যেন ভরে।
কার জোটেনি ধান আহা রে
কে আছে অনাহারে
দেশের যতেক ভুখা গরিব
দেব এ ধান সবারে।লক্ষ্মী এসো ঘরে
তোমায় করি বরণ কনক ধানে
আসন পাতি বুকের পরে
রেখো মা সন্তানে
অন্ন দিয়ো বস্ত্র দিয়ো
মোদের সন্তানে।
যেন আনন্দ থৈ থৈ বন্যা
আসে ঘরে ঘরে অন্নপূর্ণা
আসে সবার খামারে কুটিরে
ফের সবার পরশে হয় ধন্যা
সবার এ দেশ মাটিরে ॥