বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩১৮

বাদল কালো ঘিরল গো
সব নাও তীরে এসে ভিড়ল গো
গুরুগুরু গরজে তুফান তরজে
সজন আমার ঘরে কেন না-ফিরল ॥

শনশন বহিছে মাতাল হাওয়া
ঝনঝন বিজুলি যেন ভূতে পাওয়া।
কি যে করি একা ঘরে হায়
ধড়ফড় করে পরাণ যায় !
বারি ঝর ঝরে, নদী খর বহে রে,
সজন আমার ঘরে কেন না ফিরল ॥

উত্তাল তোলপাড় দুলিছে নাও
এইবার নদী তায় ফিরায়ে দাও,
আর নাহি তারে দেব যেতে
রেখে দেব ধরে আঁচল পেতে।
ঘনঘোর আঁধারে বসে আছি দুয়ারে
সজন আমার ঘরে কেন না-ফিরল ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৯৩