বাদল কালো ঘিরল গো
সব নাও তীরে এসে ভিড়ল গো
গুরুগুরু গরজে তুফান তরজে
সজন আমার ঘরে কেন না-ফিরল ॥শনশন বহিছে মাতাল হাওয়া
ঝনঝন বিজুলি যেন ভূতে পাওয়া।
কি যে করি একা ঘরে হায়
ধড়ফড় করে পরাণ যায় !
বারি ঝর ঝরে, নদী খর বহে রে,
সজন আমার ঘরে কেন না ফিরল ॥উত্তাল তোলপাড় দুলিছে নাও
এইবার নদী তায় ফিরায়ে দাও,
আর নাহি তারে দেব যেতে
রেখে দেব ধরে আঁচল পেতে।
ঘনঘোর আঁধারে বসে আছি দুয়ারে
সজন আমার ঘরে কেন না-ফিরল ॥