বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩৮৮
চলচ্চিত্রের গান


বাজে গো বীণা
তুমনা তুমনা-না-না তুম-না-না-না।

সুরে সুরে বাঁধা আছে, তোমারি মায়ার তারে
অনুরাগ রাগে তারে, সেধেছি গো বারে বারে,
সে রাগিণী ভুলো না গো, ভুলে যেয়ো না।

x
র্সণধণধপধপরমগরর্সবাজে গো বীণা

দুই পারে দুই তীরে, একই নদী বহে ধীরে,
তবুও দুপার কাঁদে, দুই পারে দুই তীরে।

তোমার ও আমার মাঝে, তেমনই প্রেমের নদী
কুলুকুলু কুলুকুলু, বয়ে যায় নিরবধি,
দুই পারে দু'জনায় গো কাঁদি দু'জনায়।

xx
পমগস-পমগস-গমণধ--মগ
x
ণধমগণধমগণধপধণর্সবাজে গো বীণা

তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩৬১