বাজে ঝনন্ ঝনন্ ছুম ছুম ছনন্ ছনন্
ওপারে নূপুর বাজে এ পারে এ মন মগন ॥কেন যে এমন পাগল এমন উদাস
এ আকাশ এত খুশি তবু উদাস,
উছল এ বাতাসে শুনি যে হুতাশ
ওপারে মরণ নাচে, এপারে হাসে জীবন ॥তুমিও বারেবারে ওপার থেকে
আমারে ডাকো কেন থেকে থেকে,
সাড়া কী দেব ভাবি এপার থেকে
ওপারে আলোর নাচন, এপারে শুধুই স্বপন ॥