বেশ তবে ঐ কথা থাক
আমি আসি।
অনেক গানের পাখি এখনো জাগাতে বাকি
আসে ঝড় বৈশাখী সর্বনাশী,
আমি আসি ॥কবে কার শুনে ডাক
নদী হল মৌন,
ঘর ছাড়া হয়ে বয়ে সারাজীবন
ক্লান্ত এখন,
অহরহ তবু শুনি বিষের বাশি,
আমি আসি ॥কিছু গান ভালোবাসা
সমবেদনা,
সম্বল এই শুধু আর কিছু না
তারি সাধনায়,
সুখে দুখে সাথি হয়ে কাঁদি ও হাসি,
আমি আসি ॥