বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৪৮

বলিষ্ঠ দুই হাতে তুলে নাও হাতিয়ার
রক্তের নিশান ওড়াও।
মহাচীন আর বর্মার পথে
আজ মুক্তির কদম বাড়াও ॥

দিন এসে গেছে ভাই আজ
পরো শেষ যুদ্ধের সাজ
ধনিকের শোষণের রাজ
ছিন্নভিন্ন করো আজ,
কারখানা, প্রান্তরে শহরে ও বন্দরে
বিদ্রোহ আগুন জ্বালাও ॥

দেশবাসী বলো অনাহারে কত
মাতাশিশু শুকায়,
নাইরে গৃহ নাই, অন্ন-বস্ত্র নাই
বেকার মরে ভুখায়।

কার স্বাধীনতা রক্তধারে যদি মা-বোন
পথে লুটায়!
কার দেশ বলো বিদেশির পায়ে দুশমন
আজই বিকায়! ॥

নয় নয়, আর দেরি নয়
জেগে ওঠো আজ বরাভয়
“এ দেশ আমার” ঘোষণায়
দাসখত ছিঁড়ে দলো পায়,
“চিয়াং” এর দোস্তের রাস্তাতো প্রস্তুত
ঘরে ঘরে তৈয়ার “মাও” ॥