বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৭১

বড়ো বিষাদ-ভরা রজনী সজনী
যে গেছে মিলে
সুদূর ছায়া মিছিলে,
স্মরণ নদীর বাঁকে দাঁড়ায়ে থাকে
কেন যে---কী জানি? ॥

পিছে পড়ে রয়ে গেল স্বপ্নরঙিন,
সাথি যারা সাথে ছিল
কে কোথা থেমে যে গেল,
পথেরই ধুলা হল সেই সব দিন।
তবু এ জীবন ঘিরে
কেন আসি ফিরে ফিরে,
ভাসায় নয়ন-নীরে---কী জানি? ॥

চেয়ে চেয়ে আজ বড়ো শ্রান্ত আমি !
বুঝি না তো কী যে মানে,
চলেছি কিসেরই টানে,
কবে যাব কোনখানে থামি? ॥

কেন এই আসা যাওয়া,
কেন মিছে গান গাওয়া,
কেন যে হারানো পাওয়া---কী জানি? ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৫৭-২৫৮