বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩৫৫
চলচ্চিত্রের গান

বসে বসে কেটে গেল,
কত নদী বহে গেল,
সে কথাটি বলা গেল না।

কাকে বলে প্রেম কিসে হয় জিত-হার?
বোঝারই আগেই বেলা
হয়ে গেল পার।
চিনেছি বুঝেছি বলে
ছলা গেল না ॥

তুষারিত নদী ছিল,
রোদের পরশ ছিল,
তবু কেন গলা গেল না?

জীবনেরই পথ পাশে শ্রান্ত একা
বসে আছি পথ চেয়ে
পাব কী দেখা?
ভাবি সব ছেড়ে কেন
চলা গেল না?

প্রদীপ সাজানো ছিল
আগুনের শিখা ছিল
তবু কেন জ্বালা গেল না?

[ কী মায়া যে দুই চোখে লেগেছিল হায় !
না বলে কিছুই যবে
নিল সে বিদায়।
যেয়ো না যেয়ো না চলে
বলা গেল না ॥

সে রাগিণী থেমে গেছে,
সে আগুন নিভে গেছে,
তবু কেন জ্বালা গেল না? ]


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩২৫-৩২৬