বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ১৪৬

(ও) বৌ কথা কও বলে পাখি আর ডাকিস না,
কী হবে কথা বলে, হৃদয়ের দুয়ার খুলে?
বোবা বৌ থাকা ভালো
তা কি জানিস না? ॥

মুখরা অপবাদের ভাগী ছিলেম আমি,
শাশুড়ি ননদির সাথে খোঁটা দিতেন স্বামী।
বলেছিলেম তিলে তিলে মরার চেয়ে সবাই মিলে
প্রতিবাদের মিছিলে কেন মরিস না? ॥

এ দেশের বৌ এর কথা জানেন অন্তর্যামী,
শুধু সন্তানের বোঝা, সব বুঝে কিছু না বোঝা,
যা কিছু হোক মাথায় আছেন
পরম গুরু স্বামী। ॥

জানো কি ফল হবে কথা বৌ যদি আজ বলে?
সারা দেশের বুকটি জুড়ে আগুন যাবে জ্বলে।
চুলোয় যাবে অলস আসন, নাকে কাঁদার বিলাস ব্যাসন,
রসাতলে যাবে শাসন তা কি ভাবিস না? ॥