বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩৫৮
চলচ্চিত্রের গান

বুঝবে না, কেউ বুঝবে না
কী যে মনের ব্যথা।
অন্ধখনির অন্তরে থাকে
যে সোনা
সবাই জানে তারই কথা ॥

যদি এমন হত
যত বেদনা
বীজেরই মতন করে
যেত গো বোনা।
লালে লাল, ফুলে ফুলে
ভরে যেত গাঁ
দূর থেকে দেখেই তারে
যেত গো চেনা ॥

খুঁজবে না, কেউ খুঁজবে না
মনের গভীরতা ।
অন্ধখনির অন্তরে... ॥

আমি তোমায় কোনো
দোষ দেব না
আমারই মতন জ্বলো
তাও চাব না।
বোঝা না বোঝার আলো-ছায়া খেলনায়
চেনা হয়ে চিরদিনই
রব অচেনা ॥

মুছবে না, কেউ মুছবে না
ভিজে চোখের পাতা।
অন্ধখনির অন্তরে... ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩৩০