চৈতালি দিনে
বৈশাখী দিনে
মোর প্রাণসখা তুমি চলে যেয়ো না,
না যেয়ো না! ॥পাতা ঝরার
সুরভিত ঝর ঝর এমন এ দিন,
কাছে থেকে হাতছানি দিয়ে ডাকা
এমন এ দিন,
চুপিচুপি কানে কানে কথা বলা দিন
না যেয়ো না! ॥মৌমাছি যায় ফিরে গুনগুনিয়ে
বৌ কথা পাখি যায় গান শুনিয়ে।আঁধার আকাশ
ঝলমল করে নাকো সৌদামিনী,
তারায় তারায় চেয়ে থাকা
ভুলে গেছে এই যামিনী।
পথ চেয়ে কেটে গেছে কত রজনী
না যেয়ো না ! ॥