চল মাঝি বৈঠা ধর্
ওপার যাই,
তারে বিনা লাগে না মন এপারে,
একেলা ঘরে দিন গুনে---
একেলা ঘরে দিন গুনে, দিন গুনে ॥ও---কবে সে গেছে চলে আসি বলে,
ভেসেছি শুধু নয়ন জলে।
বেদন কী যে জানিতাম না
বিরহে বুঝিলাম প্রেমের বালাই ॥ও---এ নদীর এপার ওপার দুইপার ডাকে,
তবু মাঝ দরিয়ায় তরী থাকে।
সে যদি চোখের প্রদীপ জ্বেলে
চাহিত, বুঝিতাম কোথায় ভেড়াই ॥