চলছে আজ চলছে কাল
শান্তির এই মিছিল।
যত না দিন যুদ্ধবাজ ফেলবে অস্ত্র তার,
নারীঘাতীর শিশুঘাতীর চলবে অত্যাচার,
যত না দিন সব স্বাধীন মুক্তির অধিকার
হবে দেশে দেশে গানে রঙে রসে
ভরবে এই নিখিল ॥শোন্রে দুনিয়াদার আজকে হুঁশিয়ার!
বিশ্বময় জুড়ে আমরা যে তৈয়ার!
যুদ্ধ আর ধ্বংস ধরাতে আনতে দেব না,
সভ্যতার অগ্রগতিকে ভাঙতে দেব না,
বইতে দেব না আর
রক্ত রুধির ধার
দৃপ্ত অঙ্গীকার
কোটি কোটি প্রাণ, কোটি কোটি মন
বিশ্বে আজ সামিল ॥কতনা যুগ ধরে বন্দুকের জোরে
বিশ্বমানবের কণ্ঠ রোধ করে।
আর্তনাদ স্তব্ধ করেছে সুর সংগীতের,
বিস্ফোরণ রুদ্ধ করেছে কণ্ঠ বঞ্চিতের,
অস্ত্র ঝনন ঝন,
শিশুদের ক্রন্দন
রুখব মরণপণ।
মিছে বলিদান, অসহায় প্রাণ
করব আজ বাতিল ॥