বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩২

চলো চলো হে মুক্তি সেনানী
বিভেদ সর্প শির দলি
মিলন মন্ত্র সম্বলি
কে রোখে এই তেজ দীপ্ত
মিলিত মিছিল বন্যাকে,
এক সাথে কোটি হাতে
আঘাতে চূর্ণ করি
ক্লেদ ঘৃণ্য দস্যুকে, চলো চলো ॥

কুটিল চক্রী বিষ ছড়ায়
মরণ ফাঁদে জীবন জড়ায়,
জীবন নূতন গড়বে কে
মরণ পণে লড়বে কে?
"করেঙ্গে ইয়া মরেঙ্গে"
গর্জে সেনানী কদম বাড়াও, চলো চলো॥

হুশিয়ারি আলো চোখে চোখে জ্বালো
দস্যু না পালায়
তস্কর যেন গ্রাম লুটে নিয়ে
আঁধারে না লুকায়
ভাঙা বুকে ফিরে শান্তি পেতেছি
এ ঘর না জ্বালায়,
বর্বর যেন পায় নাকো ছাড়া
কড়া পাহারার বাঁধ বাঁধি, চলো চলো।