চলচ্চিত্রের গান
চলো কলকাতা, চলো কলকাতা---
সেথা হাজারে হাজারে লাখো মানুষের ভিড়
লাখো জনতা---
(ওগো) দেখতে পাবে মহাশূন্যতা,
প্রাণহীনতা আর নির্জনতা ॥কেউ কারো নয় হেথা সব একেলা
শূন্য-শূন্য সব জীবন ভেলা
মহাগঙ্গার বুকে ভাসতে ভাসতে চলে
কাকে খোঁজে কেউ বুঝি জানেই না তা ॥সবকিছু বেচাকেনা হয় এখানে
এই ফ্যালো কড়ি মাখো তেল হয় এখানে
মান বলো ইজ্জত, আশা বলো স্বপ্ন
সবকিছু বণিকের দাঁড়ি পাল্লায়
বাটখারা টাকা দিয়ে হয় এখানে
দয়া বলো, মায়া বলো, স্নেহ বলো, প্রেম বলো
সবই ভণিতা আর কথার কথা ॥কালীঘাটে দেখছেন মা কালীকা
মস্ত মস্ত সব অট্টালিকা
এক পাশে তারি, বস্তির সারি
ফুটপাতে ঘর বাঁধে কত জনতা ॥তবু কলকাতা ছেড়ে চলে যেয়ো না
তার গরিমার ইতিহাস ভুলে যেয়ো না
নতুন দিগন্তে এই কলকাতা তে
আরও এক কলকাতা আছে জেনো তা
যুগে যুগে বেঁচে থাকে সে সভ্যতা
গৌরব ভারতের, রবীন্দ্র, শরতের,
সুভাষের, সমশের সে কলকাতা ॥