চম্পা আমার ওগো শোনো
পারুল কুমার ডাকে তোমায়
ঘুমায়ো না জাগো ॥তোমার তরে বনতল
মর্মরিয়া হল চঞ্চল,
কঙ্কন কিঙ্কিনি বাজায়ে শোনো
ঐ পান্থ বধূ আজ তোমায় স্মরিয়া গেল ॥কতনা রাতের পারে
সূর্য বুঝি এল দ্বারে
পারুল কুমার তাই জেগেছে,
রামধনু রং বাহারে ॥তুমি আসিবে বলে
ধরা সাজে ফুলে ফলে,
উন্মন সৌরভে ভরো এবার
এই অন্ধ হৃদয়ে মুক্ত বাতাস আনো ॥