বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৪৬

চঞ্চল ঝিলমিল পাখনায় উড়ে গেল
কত রঙিন স্বপ্নের সেইদিন,
উচ্ছল সেই দিন
যা-ই দাও তার নাম,
এই সুরে ধরে রাখলাম ॥

জানলায় খোলা জানলায়,
কত নিশি চেয়ে ছিলাম
তোমার আসার, আশায় যে গান গেয়েছিলাম
শুধু বৃথাই চেয়ে ছিলাম ॥
যা-ই দাও তার নাম ... ॥

জ্যোৎস্নার রাতে একদিন
বালুবেলায় বসে ছিলাম
তোলপাড় বুকের ঢেউ দু'জনার, তবু হেসেছিলাম
বুঝি ভালো বেসেছিলাম ॥
যা-ই দাও তার নাম... ॥

ভাবতাম একদিন ভাবতাম,
উজাড় করে দিয়ে যাব
নতুন আশার ভাষায় ভুবন, ভরে দিয়ে যাব
ভালোবাসা নিয়ে যাব ॥
যা-ই দাও তার নাম... ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৩৭