চঞ্চল সোনালী পাখনায় উড়ে গেল সেই সব দিন কত না ছন্দে গন্ধে, কত না স্বপ্নে রঙিন ॥ ঝরাপাতার নিয়ে সাজি, ঘাটে কখন আসে মাঝি বসে আছি দূরে চেয়ে, স্তব্ধ যে গঙ্গা গহিন ॥ নিলাম কত কিছু চাহি, দেবার মতো কিছু নাহি শূন্য মনে জেগে থাকি, রাত্রি যে তন্দ্রাবিহীন ॥
চঞ্চল সোনালী পাখনায় উড়ে গেল সেই সব দিন কত না ছন্দে গন্ধে, কত না স্বপ্নে রঙিন ॥
ঝরাপাতার নিয়ে সাজি, ঘাটে কখন আসে মাঝি বসে আছি দূরে চেয়ে, স্তব্ধ যে গঙ্গা গহিন ॥
নিলাম কত কিছু চাহি, দেবার মতো কিছু নাহি শূন্য মনে জেগে থাকি, রাত্রি যে তন্দ্রাবিহীন ॥