চলচ্চিত্রের গান
ছুকছুক ছুকছুক রেলগাড়ি চলে যায়,
বহুদূর বহুদূর দূর দূর চলো যাই।
ছুকছুক ছুকছুক ছুক্ ছুক্ ছুক্ ॥চলো এমন কোনো দেশে যাই
যে দেশে আপন পর বলে কিছু নাই,
নাই ভেদাভেদ যেথা সবে ভাই ভাই
যে দেশে ক্ষুধার কোনো নেইকো বালাই।চলো যাই, চলো যাই, চলো সেই দেশে যাই,
নাই ভেদাভেদ যেথা সবে ভাই-ভাই ॥হেথা সবাই গোমড়া যেন মুখ
রামগরুড়ের ছানা তাতে পায় সুখ,
স্নেহ ভালোবাসা মানা, হাসিও মানা
কোঁচকানো ভুরু আর বিষভরা বুক।
চলো যাই..... ॥ভাবো এমন যদি হত
ফুলে ফলে দুনিয়াটা ভরে যেত,
মুখে মুখে হাসি আর স্নেহ ভরা বুক
তা হলে দারুণ এক মজা হত।
চলো যাই ... ॥