দাড়াও আমি ঠিক করেনি
যতেক বোঝা পড়া,
থাক পিছনে পড়ে যত
সাধের ভাঙা গড়া
আমার ধরা অধরা,
কূল ভাসানো নদী হয়ে
দুকূল বাধাহারা
যখন করেছ ঘর ছাড়া ॥কিছু আলো অন্ধ আশার,
কিছু ভালোবাসা
ছন্দে বর্ণে কাব্যে মিশে,
সুরের যে পিপাসা
যারা চেয়েছিল ভাষা
তাদের আর দেব না সাড়া ॥দূরে ঘরে স্নিগ্ধ আলোয়
স্মৃতির শিখা জ্বলে,
শব্দে গন্ধে স্পর্শে মিশে
গভীর মনোতলে,
তোমায় আবার পাব বলে
এবার মনকে দিলেম ছাড়া ॥