দে দেরে সখী চোখে নীলাঞ্জন
শ্যামসখা এসেছে মোর অঙ্গন ॥শুনি সে সখা নাকি বিপদ ভঞ্জন,
লোকে তারে জানে শুধু অলখো নিরঞ্জন।
আমি কেন দিনু তারে সকলই বিসর্জন
কলঙ্কের বোঝা শুধু করেছি অর্জন
লোকে করে বর্জন ॥দেরে সখী চোখে নীলাঞ্জন
শ্যামসখা বুঝি এসেছে অঙ্গন।
দে দেরে...
০ ৩ পগ -প ন - পগ -প র্স - x ২ র্গর্র -র্গ র - র্গর্র র্সন র্সন পগ ০ ৩ সর গপ হ্ম - ন্ স রম গ - x ২ হ্মধ নর্র র্সন পহ্ম রগ -ম ধপ রস যমুনা পুলিনে আর পাই না দরশন
শুধু কালো মেঘে মেঘে, পাই যে পরশন,
চোখেতে কাজল পরে অশ্রু বরষণ,
কদন্ব তলে শুনি বাঘিনি ননদিনি
করে শুধু গরজন ॥