বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৪৫

দে দেরে সখী চোখে নীলাঞ্জন
শ্যামসখা এসেছে মোর অঙ্গন ॥

শুনি সে সখা নাকি বিপদ ভঞ্জন,
লোকে তারে জানে শুধু অলখো নিরঞ্জন।
আমি কেন দিনু তারে সকলই বিসর্জন
কলঙ্কের বোঝা শুধু করেছি অর্জন
লোকে করে বর্জন ॥

দেরে সখী চোখে নীলাঞ্জন
শ্যামসখা বুঝি এসেছে অঙ্গন।
দে দেরে...

পগ-প-পগ-পর্স-
x
র্গর্র-র্গ-র্গর্রর্সনর্সনপগ
সরগপহ্ম-ন্ সরম-
x
হ্মধনর্রর্সনপহ্মরগ-মধপরস

যমুনা পুলিনে আর পাই না দরশন
শুধু কালো মেঘে মেঘে, পাই যে পরশন,
চোখেতে কাজল পরে অশ্রু বরষণ,
কদন্ব তলে শুনি বাঘিনি ননদিনি
করে শুধু গরজন ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৩৬