বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৬৩

দেশ ভেসেছে বানের জলে ধান গিয়েছে মরে
কেমনে বলিব বন্ধু প্রাণের কথা তোরে।
ঘরেতে চাউল নাই পরনে পিরান নাই
অনাহারে দিবানিশি ভাসি নয়ন লোরে ॥

দেশ ভেসেছে বিশ বছরের ধোঁকাবাজির ঘোরে
(আর) কাজের নামে শোষণকারী লোটে কু-কাজ ক'রে।
(তাই) নদীতে বাঁধন নাই, থেকেও না কাজ পাই
বিধির বিধান নয়কো এ ভাই বুঝবে কবে ওরে
কেমনে বলিব বন্ধু প্রাণের কথা তোরে ॥

মানব না এ বিধান মানব না
অবহেলা অপমান সইব না
তোমাদের যতকিছু মারণ কাঠির ফল
ভুলব না কিছুতেই ভুলব না।

বাঁচবোই বন্ধু একহাতে বাঁচব
দেশজোড়া ভাই বোন কন্যা
শোষকের সৃষ্টি-এ বন্যা।

কাঁধে কাঁধ মিলিয়ে হাতিয়ার শানিয়ে
আনব নতুন দিন বাজবে প্রাণের বীণ
মিলিত মিছিলে হবে ধন্যা ॥