বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩৯৭
চলচ্চিত্রের গান

ধ্যাততেরি মারো গুলি
মারো গুলি !
"ছোড়ো না সব" বড়ো বড়ো
বুকনি বুলি,
আরে “তোড়ো না সব"
বাধা নিষেধের দেয়ালগুলি
বন্ধ তালা এই দুনিয়ার
দাও খুলি ॥
আ হা-"ফটা ফট্‌" !

হিন্দিতে “কাম্‌” মানে কাজ
বাংলায় কামনা,
ইংরেজিতে C-O-M-E কাম্‌
মানে এসো না।
---ও যেই ভাষাতেই বলুক
সোজা কথা হল ফেঁসো না !
আ হা-“ফটা ফট" !

ইংরাজিতে L-O-V-E লাভ
“বক্ওয়াস ভাই" !
বাংলায় কিসে লাভ
তা জেনে রাখা চাই !
"M-A-N ম্যান" কী তিনি যে
“মুঝকো মালুম হ্যায় ভাই" ॥
আ হা- "ফটা ফট" !

মারা গেলে তার পরে
একদিনও বাঁচবে না,
বুড়িয়ে শরীর গেলে
কিছুতেই কাঁচবে না
“জিন্দেগী জিলো ফটাফট্‌” !
এর পরে কেউ যাঁচবে না ॥
আ হা- "ফটা ফট" !


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩৬৮-৩৬৯