ঢেউ উঠছে, কারা টুটছে, আলো ফুটছে, প্রাণ জাগছে
ঢেউ উঠছে, কারা টুটছে, আলো ফুটছে, প্রাণ জাগছে জাগছে জাগছে
গুরু গুরু গুরু গুরু ডম্বরু পিনাকী বেজেছে বেজেছে বেজেছে,
মরা বন্দরে আজ জোয়ার জাগানো ঢেউ
তরণী ভাসানো ঢেউ উঠছে ॥শোষণের চাকা আর ঘুরবে না, ঘুরবে না
চিমনিতে কালো ধোঁয়া উঠবে না, উঠবে না
বয়লারে চিতা আর জ্বলবে না, জ্বলবে না
চাকা ঘুরবে না, চিতা জ্বলবে না,
ধোঁয়া উঠবে না, চাকা ঘুরবে না।
লাখে লাখ করতালে হরতাল হেঁকেছে, হরতাল হরতাল হরতাল!
আজ হরতাল, আজ চাকা বন্ধ ॥আর পারবে না ভোলাতে মধুমাখা ছুরিতে
জনতাকে পারবে না ভোলাতে,
আর পারবে না দোলাতে মরীচিকা মায়াতে
বিভেদের ছলনায় ছলিতে
মিছিলের গর্জন দুর্জয় শপথে গর্জে ঐ গর্জে
আজ হরতাল, আজ চাকা বন্ধ ॥