ধিকধিনা ধিন ধিনা রে
ধিনাক না তিন তিনা
দুখরজনীর হল রে শেষ
বাজা রে বীণা
গা রে মুক্ত দেশের গান
আমার বাংলা মায়ের গান
এবার ঘরে ঘরে স্বাধীন দেশের
ওড়া রে নিশান।দুইশো বছর ধরে
বিদেশি শাসনের জ্বালায়
রয়েছি মরে
এবার, নদীর যত বান
জমির যত ধান
তোমার আমার সবার হল
গাও রে খুশির গান ॥পদ্মানদী মাগো
কতনা খুনেতে রাঙা
হয়েছে মাগো
এবার ভাটিয়ালির গান
তুলবে নতুন ধান
ঝুমুর ঝুমুর নূপুর পরে
নাচবে নতুন প্রাণ
ধিকধিনা ধিন ধিনা রে ॥