ধিন তাক ক্রুরর ধিন তাক
যায় যাক দিন যাক
যায় যাক দিন যাক রে কেঁদে
ও মন ভুলে যা ভুলে যা তারে
কি পেয়েছ বা পাওনি তারে
শুধু ছন্দে আনন্দে মন ভরেদে রে ॥এমন ঢ্যাম কুড়া কুড় কুড় বাজে বাদ্যি ঢাকে
সে যে তোমায় ডাকে, সে যে আমায় ডাকে
পুরানো দিনের কথা কে মনে রাখে
সাধের মন-তরণি এ ঢেউয়ে দে ছেড়েদে রে ॥বকুল শিউলি পেতেছে ফুলের শয্যা বাহার
নব বধূর সাজে সেজেছে রাত আবার
এখন তুমি আমি সবাই রাজার কুমার
বরণ করে তারে এ ঘরে নে তুলেনে রে ॥