বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২২৯

ধনীরাম বসে থাকে দোকানে
ঝলমলে হীরে দু'কানে
তার এক শালার নাম বেচারাম
সে বেচে চোরামাল যত যেখানে।
কৃষ্ণ হে বিষ্ণু হে হরে রাম
কৃষ্ণ কৃষ্ণ বলো অবিরাম ! ॥

তার বড় ছেলে কেনারাম হোটেলে
ডিসকো নাচে খুব তার নাম,
সেখানে যে গান করে মণিকা,
সে ভালোবাসে তাকে, বলে কেনারাম।
কৃষ্ণ হে বিষ্ণু হে... ॥

মণিকা বলে কেনারাম
একজোড়া হীরে কত দাম?
কেনারাম বলে প্রিয়ে ভেবো না
ঝলমলে হীরে দু'কানে ॥

বাবার কানটা কেটে দোকানে
সে পরাব তোমারই দু'কানে !
কৃষ্ণ হে বিষ্ণু হে...
মণিকা বলে "প্রিয়তম আমি যে শুধুই তোমার"।

ধনীরাম শুয়েছিল মোকানে
ঝলমলে হীরে দু'কানে
চুপিসাড়ে এসে কিনা কেনারাম
সে ছুরি দিয়ে কেটে নিল দুই কান !
কৃষ্ণ হে বিষ্ণু হে... ॥

কেনারাম ছুটে গেল হোটেলে
“মণিকা” ! “মণিকা” ! ডেকে নাম
গিয়ে শোনে মণিকা ভোঁভোঁ
সে গেছে পিটারের সাথে ইংল্যান্ড !
কৃষ্ণ হে বিষ্ণু হে... ॥

কেনারাম কাঁদে হাউ হাউ
কী যে করি নিয়ে দুই কান?
বেচারাম বলে কেনু ভেবো না
বাজারেতে পাবে চড়া দাম
বাবা তো দু'কান কাটা চিরদিনই ছিল
দেশজুড়ে তার বদনাম ! ॥

কৃষ্ণ হে বিষ্ণু হে... ॥