বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৪১৬
ছোটদের গান

ধরো দেখি ধরতে কি পারবে আমায়?
আমি প্রজাপতি লাল, নীল, জামা গায়
ফুল ফুল কন্যার নিমন্ত্রণে,
উড়ে উড়ে আসি রোজ মধু ভোজনে,
হেসে হেসে, ভেসে ভেসে,
অবশেষে ফিরে যাই সংগোপনে
শাখায় শাখায় যেথা পাখিরা ঘুমায় ॥

কল্পনা কবির মন থেকে পালিয়ে এসে,
আল্পনা শূন্যে আঁকি রোজ বাতাসে ভেসে।
সেই রং সন্ধ্যায় লাগে আকাশে
ঘুমের পরীরা নেমে স্বপ্ন সাজায় ॥

চন্দনা সকালে রোজ যায় গান শুনিয়ে,
মৌমাছি যায় সে গুনগুন তান শুনিয়ে।
বয়ে যায় যে বাতাস শনশনিয়ে
দোদুল দোদুল দুল আমাকে দোলায় ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩৮৮