বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৯৩

ধরণীর পরপারে
চলেছি একেলা আমি,
চেনা-শোনা যত কিছু
ফেলে এসেছি যে পিছু,
তোমাকে কী ফিরে পাব
এবারে মনের মাঝারে?

কে যেন আলোর দেশে
থেকে থেকে ডেকেছিল,
আঁধারে যা মিশেছিল
আলো দিয়ে ঢেকেছিল।
তবু যে দু'চোখ শুধু
তোমাকে সে দেখেছিল
আঁখি মুদে বারেবারে ॥

শুরু হল কোথা থেকে
শেষ কোথা কে জানিতো?
ভাবনারা পাখা মেলে
হেথা সেথা উড়ে যেত।
নীড়ে ফিরে এসে সাঁঝে
দেখি ভেঙে গেছে সে তো,
চলে গেছ কোন্‌ সুদূরে ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৭৪-২৭৫