ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাব
এই কামনা, আর কিছু না।
আগামীর পায়ে পায়ে, আমিও পৌঁছে যাব
সেই ঠিকানা, আর কিছু না ॥কত গান, কত আশা,
কত ছিল ভালোবাসা মগন স্বপন,
এ পথেরি দুই ধারে
বীজেরি মতন তারে করেছি বপন।
পথিক যখন যাবে,
তরুশাখা পল্লবে,
কিছু ছায়া হয়ে রবে মোর সাধনা ॥জনম লগন ধরে
পতাকার মতো করে নিয়ে ইতিহাস,
যেতে যেতে ক্রমে ক্রমে
কখন গিয়েছি থেমে ভেঙে গেছে শ্বাস।
তুমি যদি কাল আসো
নতুনেরে ভালোবাসো,
আঁধারেতে জ্বেলে নিও মোর বেদনা ॥