বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৩৬

দু'চোখে আশার নদী ছলছল্‌
কে যেন অনন্তের ছন্দ শুনে,
দিন প্রতিদিন বয়ে যায় যে বৃথা
ওরে মন চল এইবার
দূরে যাই ॥

জীবনের আহ্বানে পথে প্রবাসে,
মিছিলের কত মুখ মনে যে আসে।
ছিল যার যা দেবার, যা কিছু নেবার
তা ফুরাল, এবার চলো
অসীমে ফিরে ॥

কিছু গান, কিছু কান্না, কিছু হাসি
কত ফুলমালা সবই হল যে বাসি।
কিছু তার সৌরভ, কিছু স্মৃতি তার
যদি থাকে, বা না থাকে
কোনো ক্ষোভ নেই ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২২৯-২৩০