বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ১৫৮

দূরে দূরে থেকো না আর
সুরে সুরে যখন তখন ডেকো না আর,
আছি পড়ে বাঁধা গো আমি যেন রাধা,
অবলারে একাকিনী রেখো না আর ॥

তুমি তো জানো, এ জীবনে আমার আর কিছু নাই
কোনো সাধের সাধন, তোমাকেই নিয়ে হাসি কাঁদন।
তুমি আছ তাই রঙে রসে ভুবন
তা না হলে সকলি আঁধার ॥

জানি রবে না ভেঙে যাবে মেলা,
এত চাওয়া এত পাওয়া হাসি খুশি,
শেষ হয়ে যে যাবে খেলা।
পরপারে যেদিন ভাসাব ভেলা
সাথি রবে গো স্মৃতি তোমার ॥