বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৭০

দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক
এই দুনিয়া ঘোরে বন বন বন বন
ছন্দে ছন্দে কত রঙ বদলায়,
রঙ বদলায় ॥

কখন পিঙ্গল কখন সবুজ
কখন বুঝি আর কখন অবুঝ,
হৃদয় দিলে যার হৃদয় মেলে
হৃদয় যাবে সে কাল পথে ফেলে।
গোলক ধাঁধারে ভাই, তাই লেগেছে তাক
এই দুনিয়া ঘোরে বন বন বন বন
ছন্দে ছন্দে কত রঙ বদলায়,
রঙ বদলায় ॥

ও---এই ঘুরন্ত নাগর দোলায়
কখন কাঁদায় আর কখন ভোলায়,
কখন সাদা আর কখন কালো
কখন মন্দ যে কখন ভালো,
জীবন জুয়ায় বীর জিতে গেলে
বোকার হদ্দ যদি হেরে গেলে।
কপাল মন্দ আজ, কাল চিচিং ফাঁক!
এই দুনিয়া ঘোরে বন বন বন বন
ছন্দে ছন্দে কত রঙ বদলায়
রঙ বদলায় ॥