বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩১৪

দুঃসহ দিন রাত দিন
বিরামবিহীন কত রাত,
হাড়-ভাঙা খাটুনি
খেটে-খেটে যে অবসাদ,
আসে তা দূরে যায়
এসে তোমারি ছায়
বেদনা ভুলে যাই !

তুমি তো সবই জানো
দু'বেলা দুটি আহারের,
সন্ধানে পশুর জীবন
যাপন করি কী করে?
তবু পরম সুখে
ফিরে তোমারি বুকে
যাতনা ভুলে যাই !

কোনোদিন, যদি এ বঞ্চনার দিন শেষ হয়
আসবে স্বপ্ন রঙ্গিন---রঙ্গিন ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৯০