দুঃসহ দিন রাত দিন
বিরামবিহীন কত রাত,
হাড়-ভাঙা খাটুনি
খেটে-খেটে যে অবসাদ,
আসে তা দূরে যায়
এসে তোমারি ছায়
বেদনা ভুলে যাই !তুমি তো সবই জানো
দু'বেলা দুটি আহারের,
সন্ধানে পশুর জীবন
যাপন করি কী করে?
তবু পরম সুখে
ফিরে তোমারি বুকে
যাতনা ভুলে যাই !কোনোদিন, যদি এ বঞ্চনার দিন শেষ হয়
আসবে স্বপ্ন রঙ্গিন---রঙ্গিন ॥