বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩৫

এ জীবন বেশ চলছে
সব কিছু বেশ চলছে
একটু শুধু যা অন্ন নাই
মা ও বোনেদের বস্ত্র নাই
কর্ম নাই এ বেকার জীবন
আর সব ঠিকঠাক বেশ চলছে! ॥

পথে-পথে ভরে গেছে ভিখারি
বিল্ডিং উঠছে ভাই সারি সারি
লাখে-লাখে কত না ডিগ্রীধারী
পারছে না ঘোচাতে তার বেকারি!
আর কি কব? ॥

সব কিছু বুঝে, মুখ বুজে বুজে
সয়ে যাব আমরা কি করতে পারি?
আর সব ঠিকঠাক বেশ চলছে! ॥

বাজারেতে সব কিছু আকাশ ছোঁয়া
কয়লা বিনাতেই ভাই উঠছে ধোঁয়া
বড় বড় দাতা জনতার হাতে
ধরিয়ে যে দিচ্ছে ভাই মুড়ির মোয়া!
আর কি কব?
চারিদিকে চুরি আর ঘুষখোরী
কালোবাজারীতে দেয়া নেয়া
আর সব ঠিকঠাক বেশ চলছে! ॥

শুনেছি এই দেশে জন্মেছে সুভাষ
কবিগুরু দেশবন্ধু আর যতীন দাস
পরাধীনতার জ্বালা ঘোচাতে লাজ
লাখে লাখে গলায় পরেছে ভাই ফাঁস,
আর কি কব?
আমরা কি তারই উত্তরাধিকারী?
লজ্জায় মাথা কাটা যায় যে আজ
আর সব ঠিকঠাক বেশ চলছে! ॥

[ মোড়ে মোড়ে মস্তানি দাদাগিরি
একটুতে বোমা আর চলছে ছুরি
মুনাফাখোর পেটমোটা ব্যবসাদারী
দুই হাতে ঢালছে টাকা দেদারি
আর কি কব?
শধু গালাগালি আর দলাদলি
মা বোনেদের পথ চলা কী ঝকমারি
আর সব ঠিকঠাক বেশ চলছে! ] ॥