এবার ঘুরছে চাকা রক্ত মাখা
কে শোধে কার ঋণ
নাগ বাসুকির ফনায় নাচে
বসুন্ধরার জীর্ণ দিন।
কুড় তাক্ কুড়্
কুড়্ তাক্ কুড়্ শব্দ ভেদি বাণে
দ্রিমি তাক্ ত্রাম
দ্রিমি তাক্ ত্রাম রক্ত নাচন প্রাণে।
ঘর সংসার
করে তোলপাড় বাজল ঝড়ের বীণ
নাগ বাসুকির ফনায় নাচে
বসুন্ধরার জীর্ণ দিন।
কালপুরুষের দোলনাখানি
দুলছে দোদুল দুল
এক দোলনে ঘুচিয়ে দিল
হাজার যুগের ভুল
ঊরু ঝাক ঝাক
কারা দেয় হাঁক লক্ষ যোজন দূরে
তাকা দুম দুম
ভেঙে দেয় ঘুম প্রাণ কাঁপানো সুরে
বাধা চুরমার
করে দুর্বার মৃত্যু শঙ্কাহীন ॥