বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩৩৭
চলচ্চিত্রের গান

এই বাগানে ফুল তোলা মানা
সবাই জানে কথা শোনে
বাতাস শুধু শোনে না,
সে তো পড়তে জানে না ॥

ও হো---নিশিগন্ধা নিশীথে মন যে মাতায়
দিবসে পড়ে থাকে পথের*ই ধুলায়।
ও হো---শিউলি গোলাপ পারুল
ফোটে, ঝরে যায়
দু'দিনের হাসি-খেলা, দুদিনে ফুরায়।
সবাই জানে, সব দু'দিনের
সৌরভ শুধু মানেনা,
সে তো ঝরতে জানে না ॥

কে আপন, কেবা যে পর জানা অজানা
দুনিয়া দু'ভাগ করা চেনা-অচেনায় ॥

ও হো---হাজারো কাজে আছে হাজারো মানা
নিষেধের বাধায় সাধা
কেবল না---না---না !

সবাই জানে, কথা শোনে
যৌবন শুধু শোনে না,
সে তো ডরতে জানে না ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩১০-৩১১