চলচ্চিত্রের গানএই বাগানে ফুল তোলা মানা
সবাই জানে কথা শোনে
বাতাস শুধু শোনে না,
সে তো পড়তে জানে না ॥ও হো---নিশিগন্ধা নিশীথে মন যে মাতায়
দিবসে পড়ে থাকে পথের*ই ধুলায়।
ও হো---শিউলি গোলাপ পারুল
ফোটে, ঝরে যায়
দু'দিনের হাসি-খেলা, দুদিনে ফুরায়।
সবাই জানে, সব দু'দিনের
সৌরভ শুধু মানেনা,
সে তো ঝরতে জানে না ॥কে আপন, কেবা যে পর জানা অজানা
দুনিয়া দু'ভাগ করা চেনা-অচেনায় ॥ও হো---হাজারো কাজে আছে হাজারো মানা
নিষেধের বাধায় সাধা
কেবল না---না---না !সবাই জানে, কথা শোনে
যৌবন শুধু শোনে না,
সে তো ডরতে জানে না ॥