এই দেশ এই দেশ
আমার এই দেশ
এই মাটিতে জন্মেছি মা
জীবন-মরণ তোমার শরণ
তোমার চরণ ধূলি দাও মা ॥কত অশন কত বসন
কত রঙিন ভাষায় ভাষণ
তবু আসন একই সবার
তোমার চরণ তলে গো মা ॥নানান ধরম নানান ভরম
আলাদা হোক একই করম
একই সাধনা---
হিমালয়ের শীর্ষ যেমন
এদেশ উঁচু রবে তেমন
সাধের সাধন স্বাধীনতা
সাম্যে সফল হবেই গো মা ॥কতনা যুগ ধরে ধরে
ছিলে গো মা শিকল পরে
তা কি জানি না---
তোমার লাখো লাখো ছেলে
দিল জীবন অবহেলে
তারা রক্ত ফেলে জন্মভূমি
পুণ্যভূমি করেছে মা ॥