বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ৩৭৪
চলচ্চিত্রের গান

এই দুনিয়ায় ভাই সবই হয়,
ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি !
ঘুরিয়েই দুনিয়ার লাট্টু ভগবান হারিয়েছ লেত্তি।
সব সত্যি !

ধরো, ধরে নাও, এই বুক থেকে আমি কলজেটা, ছিঁড়ে
যদি রাখি এই মানি-ব্যাগেতে,
আর মানি-ব্যাগ থেকে এই টাকাটা নিয়ে
যদি রাখি পাঁজরার ফাঁকেতে।
এই টাকাটা তো চলবেই
ধক্‌ ধক্‌ ধক্‌ ধক্‌ চলবেই !
শুধু কলজেটা যাও ভাঙাতে
কিছু মিলবে না এক রত্তি---সব সত্যি !

[ আবার বলছি শোনো---
রাম ভুগছিল বড় সর্দি-কাশিতে
আমি নিয়ে এলুম ধরে বদ্যি,
তা সে ছোটো এক ভুলচুকে শ্যামকেই দিল ঠুকে
শিবাজল কিছু রদ্দি।

তার ফলম্‌ ফলৌ ফলাঃ কী যে হল?
ধড়ফড় করে যদু মারা গেল !
তাই শুনে মধুর বৌ সহসা
হল সদ্য বিধবা, এও সত্যি !
সব সত্যি ! ]


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ৩৪৮-৩৪৯