এই হাসি এই গান এই বসন্ত
দু'দিন বইতো নয়
জানো কি না জানো,
তুমি মানো কি না মানো---
যতকিছু বন্ধন অন্তরঙ্গ
বাঁধন তো টুটবেই
জানে কি না জানো,
তুমি মানো কি না মানো
একদিন পাখি উড়ে যাবে
এই নীড় ভেঙে ভেঙে যাবে,
যতকিছু আপনার, সার্থের ভাবনার
সোনালি স্বপন তো ফুরাবে ॥জীবন তো, পদ্মপাতায় যেন জল টলমল্
আছে কী নেই, কান্না হাসির
লীলাখেলা মায়া কেবল,
যেটুকু বাকি আছে জীবনের, যে কটা দিন
ভালোবাসায়, ভরে তো দাও শোনো শোনো ॥কাছে এসো, এই অরণ্যের গালিচায় বসা যাক
কিছু কথা, শান্ত পরিবেশে বসে বসে
বলা তো যাক,
ভাবনা চিন্তার ওপারে চলা তো যাক,
গানে গানে ভরিয়ে দাও এ ভুবন ॥