বিষয়: সলিল চৌধুরীর গান
গান সংখ্যা: ২৬১

এই জীবন এমনি করে আর তো সয় না,
যাই হারিয়ে মিলে মিশে এবার
হই আবার জনসমুদ্রের একজনা ॥

নাম বিহীন, আজ যে নামে খুশি তুমি মোরে ডাকো,
অন্তহীন, কভু একেলা কভু আমি লাখো-লাখো।
বাঁচন মরণের উর্ধ্বে উঠে যুগে যুগে
সায় যাব বঞ্চনা ॥

নানা ভাষী, আমি হাজারো রূপে তোমাকে পাব,
নানা দেশী, হয়ে হাজারো কাজে মেতে যে যাব।
আদিমে শুরু হয়ে অন্তে যেতে যেতে
স্বর্গ করে যাব রচনা ॥


তথ্যসূত্রঃ
  • সলিল চৌধুরী রচনা সংগ্রহ প্রথম খণ্ড, প্রথম প্রকাশ অগ্রহায়ণ ১৪২০, দে'জ পাবলিশিং, ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলকাতা ৭০০০৭৩: পৃষ্ঠা ২৪৯-২৫০